• ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে ৫শ’ টাকা বাড়ি ভাড়ার বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ১৮:২৫ অপরাহ্ণ
চরফ্যাশনে ৫শ’ টাকা বাড়ি ভাড়ার বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা

চরফ্যাশন প্রতিনিধি॥ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত‌্যাশী ঐক‌্যজোট চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে মাত্র ৫শ’ টাকা বাড়ি ভাড়ার প্রতিবাদে এবং স্কুল জাতীয়করণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় চরফ‌্যাশন উপজেলা এমপিওভুক্ত শিক্ষকদের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি চরফ্যাশন সদর‌ রো‌ড হ‌য়ে ফ‌্যাসন স্কয়া‌রে এ‌সে প্রতিবাদ মি‌ছিল শেষ হ‌য়ে‌ছে।

মি‌ছিল শে‌ষে শিক্ষক নেতৃবৃন্দ সং‌ক্ষিপ্ত বক্তব‌্য রাথেন, চরফ্যাশন শিক্ষক ঐক্য জোট নেতা, ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিমুল মাস্টার,

আজহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদুল হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সরকার শিক্ষক শামসুদ্দিন টিপু, কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক করির হোসেন ।

বক্তারা বলেন, ৫০০ টাকা মানুষকে ভিক্ষাও দেয় না, সরকার কিভাবে পারলো সামান্য টাকা দিতে। বাড়ি ভাড়া ২০% পরিবর্তে মাত্র ৫শ” টাকা বৃদ্ধি করে সরকার আমাদের সাথে তামেশা করেছে।

আমরা ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করেছিলাম।

সেখানে শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে আপনাদের দাবি পূরণ করা হবে। তারপর আমরা আন্দোলন প্রত্যাহার করে চলে আসি।

কিন্তু শিক্ষা মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করায় আমরা প্রতিবাদ করছি। ২০% বৃদ্ধিসহ জাতীয়করণের করতে হবে। নচেৎ আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি প্রদান করেন।