এস এন পলাশ।।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলায় বড়ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হয়েছে। বৃহষ্পতিবার (২৬ এপ্রিল) সকালে গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদল আকন (৩৫)ওই গ্রামের গোলাম আলী আকনের ছোট ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের গোলাম আলী আকনের মেঝ পুত্র মালয়েশিয়া প্রবাসী নজরুল আকন (৪০) ও ছোট পুত্র সৌদি প্রবাসী বাদল আকন (৩৫) অতিসম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে বাড়ির যৌথ সম্পত্তি ভাগাভাগির সময় বাদল আকনের সাথে তার মেঝভাই নজরুলের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে নজরুল আকন ক্ষিপ্ত হয়ে বাদল আকনকে মারধর করে। এসময় বাদল গুরুত্বর আহত হলে স্বজনরা তাৎক্ষনিক তাকে (বাদল) উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা বাদলকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর থেকে হামলাকারী বড়ভাই ও তার স্ত্রী আত্মগোপন করেছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আফজাল হোসেন জানান, ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রবসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।