• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে রাস্তা ব্লকেড

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১৮:৫৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে রাস্তা ব্লকেড

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে রাস্তা ব্লকেড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

আজ বুধবার বিকেলে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড়ে এই ব্লকেড করেন তাঁরা। এ সময় আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর যদি গোপালগঞ্জে ফ্যাসিস্ট সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিত, তাহলে আজকের এই হামলার ঘটনা ঘটত না। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’

ব্লকেডের ফলে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।