• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ধানক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে

কাজিরহাটে হামলার শিকার বৃদ্ধসহ দুইজন

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫, ১৮:৩৩ অপরাহ্ণ
কাজিরহাটে হামলার শিকার বৃদ্ধসহ দুইজন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ধান ক্ষেতে মুরগী যাওয়াকে কেন্দ্র করে জমির মালিকের হামলায় এক বৃদ্ধসহ দু’জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলামিন (৩৫) ও জাকির ফরাজির (৭০) বাড়ির পাশে থাকা ধানক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত কালাম মোল্লা (৫০) ও তার ছেলে সুমন (২৫) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হন জাকির ফরাজি। তার এক চোখ উপড়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা এছাড়া আলামিনের মাথা ফেটে যায় এবং হাতে ধারালো অস্ত্রের কোপ লাগে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের ই বাংলা হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগীরা জানায় আমাদের বাড়ির পাশে তাদের ধানক্ষেত থাকায় আমরা আমাদের হাস মুরগী বেধে রাখি, কিন্তু ঘটনার দিন ভুলবসত মুরগী ছুটে গিয়ে তাদের ক্ষেতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের হামলা করে বেধড়ক মারধর করে ও কুপিয়ে মারাত্মক জখম করে। আমরা প্রশাসনের কাছে অভিযুক্তদের বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।