• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলেজছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ : বিএম কলেজছাত্রসহ গ্রেপ্তার ৩

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০১৮, ১৫:২৯ অপরাহ্ণ
কলেজছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ : বিএম কলেজছাত্রসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে কলেজছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে বন্ধুরা মিলে গণধর্ষণ করেছে। এই ঘটনায় বরিশাল কোতয়ালি পুলিশ ৩জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার (২৭ এপ্রিল) বেলা ৩টার দিকে তাদেরকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে ধর্ষণের শিকার বরিশাল শহরের কাশিপুর গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীকেও উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- বিএম কলেজের মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সজিব ও তার বন্ধু রাব্বি এবং মানিক। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. আসাদুজ্জামান জানিয়েছেন- ওই ছাত্রী গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর কলেজ রো’র সিকদার ভিলা নামে একটি ছাত্র মেসে আসেন প্রেমিক সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমতিয়াজের সাথে দেখা করতে। ওই সময় তাকে অপহরণ করে রাব্বি ও মানিক সজিবের রুমে নিয়ে যায়। সেখানে আটকে সবিজ ও রাব্বি তাকে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় প্রেমিক ইমতিয়াজ তাৎক্ষণিক থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই মেসে অভিযান করে অচেতন অবস্থায় ধর্ষণের শিকার কলেজছাত্রীকে উদ্ধার করে। একই সাথে সজিবকেও আটক করা হয়। এছাড়া মানিককে শহরের বিসিক এলাকায় ও রাব্বিকে বিএম কলেজের সামনে থেকে আটক করে পুলিশ। এই ঘটনায় আটক তিনজকে অভিযুক্ত করে বরিশালমেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন।