তানজিল জামান জয়, কলাপাড়া॥ মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয় জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর তৃতীয় দিনে, সোমবার দিবাগত গভীর রাতে রামনাবাদ নদীর লালুয়া, বালিয়াতলী ও ধুলাসার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন বড়শি দিয়ে মাছ শিকারের সময় পাঁচটি নৌকা থেকে ছয় জেলেকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— মহারাজ খান (৩২), শামসুল হক পাহলান (৬০), মো. কামরুল আকন (২৫), রাসেল চৌকিদার (২৫), মো. জাকির হোসেন হাওলাদার (৪৫) ও মো. মেহেদী হাওলাদার (২৫)। ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। তারা উপজেলার টিয়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছীন ছাদেক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, পায়রা বন্দর নৌ-পুলিশের এসআই শাহাব উদ্দিনসহ মৎস্য ও পুলিশ বিভাগের চৌকস টিমের সদস্যরা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,
“ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সার্বক্ষণিক অভিযান পরিচালনা করা হবে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সর্বদা প্রস্তুত রয়েছে।