তানজিল জামান জয়,কলাপাড়া॥ কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়িত স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে উত্তর-পূর্ব আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউসার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির সহকারী নির্বাহী প্রকৌশলী জনাব ইয়াকুব আলী।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আরাফাত হোসাইন, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান, স্থপতি জনাব ইয়াকুব আলী, সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক জনাব মামুন শিকদার এবং সমাজসেবক ও মানবাধিকার কর্মী জনাব তারেক আনাম সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আনিপাড়া খাল পুনঃখননের ফলে এ এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষিনির্ভর স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
খাল পুনঃখনন কাজটি বাস্তবায়ন করছে বিএডিসির সেচ বিভাগ, পটুয়াখালী। এতে সার্বিক সহযোগিতা করছে কলাপাড়া উপজেলা প্রশাসন।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।