• ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

ওসমান হাদির মৃত্যুতে বরিশাল পোস্ট এর সম্পাদকের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
ওসমান হাদির মৃত্যুতে বরিশাল পোস্ট এর সম্পাদকের শোক

খবর বিজ্ঞপ্তি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বৃহত্তর বরিশালের অনলাইন সংবাদমাধ্যম বরিশাল পোস্ট এর সম্পাদক মজিবর রহমান নাহিদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় বরিশাল পোস্ট এর সম্পাদক মজিবর রহমান নাহিদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বরিশাল পোস্ট এর সম্পাদক মজিবর রহমান নাহিদ বলেন, বৃহত্তর বরিশালের কৃতি সন্তান শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক। অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান ছিল মজলুম ও গণতন্ত্রকামী মানুষের কাছে অফুরন্ত প্রেরণার উৎস। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তার ভূমিকা তাকে অমর ও চিরস্মরণীয় করে রাখবে।

অপরদিকে বরিশালের কৃতি সন্তান ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল পোস্ট এর প্রকাশক ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম সহ বরিশাল পোস্ট এ কর্মরত সকল সাংবাদিকগণ।