• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এক দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনশনের ডাক

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৭, ১৭:০৮ অপরাহ্ণ

শফিক বাবু ॥ প্রাথমিক শিক্ষা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন-স্কেল নির্ধারণের এক দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে বেতন-বৈষম্য নিরসনের এ দাবি বাস্তবায়িত না হলে ২৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এর আগে আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় সব জেলায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হবে। জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আকতারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক উজ্জ্বল রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা শাহীনুর আল-আমীন, তপন কুমার মণ্ডল, মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, আমিনুল হক ভূঁইয়া, আসাদুজ্জামান, মাসুম মিয়া আবদুল কাদের জিলানী প্রমুখ।