নিজস্ব প্রতিবেদক।।
১২৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সিরাজ সরদার (২৫) কে আটক করেছেন কোতয়ালি মডেল থানা পুলিশ। আটক সিরাজ সদর উপজেলার দিনারের পুলের হাসেম আলীর ছেলে। এস আই শামিম জানান আজ শুক্রবার (১১ ই মে) দুপুরবেলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শেরে-ই বাংলা সড়ক থেকে ১২৫পিচ ইয়াবাসহ সিরাজ কে আটক করি। সিরাজ নগরীর পলাশপুর ভারা বাসায় থাকেন, ইয়াবা আটকের ঘটনায় এস আই শামিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।