• ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

আজ আমতলীর এক ইউপির ভোট

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৪, ০০:০০ পূর্বাহ্ণ
আজ আমতলীর এক ইউপির  ভোট

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আজ রবিবার আমতলী সদর ইউনিয়ন পরিষদের সধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল প্রস্ততি শেষ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে শনিবার বিকেলে সকল সরজ্ঞামাদি বিতরন করা হয়েছে। ব্যালটের মাধ্যমে ভোট হওয়ায় ভোটের দিন সকলে কেন্দ্রে ব্যালট পৌছে দেওয়া হবে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। ভোটে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ১১ জন সংরক্ষিত নারী এবং সাধারন ওয়ার্ডে ৩৪ জন প্রার্থীসহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটে ২৩ হাজার ৩শ’ ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১১ হাজার ৬শ’ ৬৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ১১ হাজার ৬শ’ ৭৬ জন। ভোটের নিরাপত্তা নিশ্চিতে প্রতি কেন্দ্রে ১ জন করে মোট ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৬৩ জন পুলিশ, ৬৫ জন বিজিবি, ১০ জন র‌্যাব ও প্রতিকেন্দ্রে ১০ জন করে আনছার বিডিবি সদস্য নিয়োগ করা হয়েছে। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. সেলিম রেজা জানান, শত ভাগ ভোট স্ধুসঢ়;ষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানের জন্য সকল ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। এজন্য বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে।