মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী বলেন, একটি দল আগে চাঁদাবাজি ও নির্যাতন করে পালিয়েছে, এখন আরকেটি দল চাঁদাবাজি ও জুলুম নির্যাতন করছে। এদেশের মানুষ নৌকা ও ধানের শীষের শাসন দেখেছে, এখন তারা ইসলামী দলের পক্ষে ভোট দিবে।
তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবী করেন। এছাড়া কোন নির্বাচন হবে না বলে জানান তিনি।
বুধবার এশারবাদ উপজেলা সদর হাজিরহাট বাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা কার্যালয়ের সামনে উপজেলা যুব আন্দোলন আয়োজিত নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন চরমোনাই মনোনীত প্রার্থী প্রফেসার এ এম কামাল উদ্দিন।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দাবী করে চরফ্যাসন ও মনপুরা উপজেলায় বিদ্যুৎ, যাতায়াত ব্যবস্থা ও নদীভাঙ্গনের সকল কাজ স্বচ্ছতার সহিত হবে বলে আশ্বস্ত করেন। এছাড়াও চাঁদাবাজা ও সন্ত্রাসীদের রুখতে আগামী নির্বাচনে ইসলামী দলের পক্ষে ভোট দিতে সকলকে অনুরোধ করেন।
এই সময় মনপুরা যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি আবদুর রহিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাও. মোঃ শিহাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি এনায়েত উল্লাহ, সাধারন সম্পাদক হাফেজ মাও. ইউনুচ, মরপুরা জামায়েত ইসলামীর সেক্রেটারি মাও.আলাউদ্দিন ফরাজীসহ ভোলা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতারা।