• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আকস্মিক ঝড়-বৃষ্টিতে বরিশালে জনজীবন বিপর্যস্ত

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০১৮, ১৩:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বরিশালের উপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড়সহ ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর না পেলেও সাময়িক সময়ের জন্য জনজীবন বিপর্যস্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবাহাওয়ার কারনে বরিশাল নদীবন্দর থেকে ঝুকিপূর্ণ ৬টি রুটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌ-চলাচলা বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিইটিএ।বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানায়,আজ সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিন-পূর্ব দিকে ঘন্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে আকর্ষক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সময় ভারি বৃষ্টিপাত হয়।দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে জারি করা হয়েছে দুই নন্বর সতর্ক সংকেত। ঝুঁকি এড়াতে বরিশাল-ভোলা, বরিশাল-মজুচৌধুরীর হাট, বরিশাল-লালমোহনসহ ৬টি রুটে নৌ-চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধে নির্দেশ দিয়েছে বিআইডব্লিইটিএ। বেলা পোনে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ২৪ মি.লি. মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।