• ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অশ্রুধারায় বরিশালেও দেবী দুর্গাকে বিদায় জানাল সনাতন ধর্মাবলম্বীরা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ১৮:২৫ অপরাহ্ণ
অশ্রুধারায় বরিশালেও দেবী দুর্গাকে বিদায় জানাল সনাতন ধর্মাবলম্বীরা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ দশমী তিথিতে বরিশালেও হিন্দু সম্প্রদায়ের আবাল-বৃদ্ধ-বনিতা অশ্রুধারায় দেবী দুর্গাকে বিদায় জানাল বৃহস্পতিবার। বছরের ব্যবধানে আনন্দ-উচ্ছ্বাসে মন্দির-মণ্ডপে যে দেবীর আগমন ঘটেছিল ৫ দিন আগে, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উলুধ্বনি, শঙ্খনাদ আর ঢাকের বাদ্যে মঙ্গলকামনা করা হয়। বিহিত পূজার মাধ্যমে দশমীর পূজা শুরু হয়। দর্পণ বিসর্জন, সিঁদুর খেলা ও অন্যান্য আনুষ্ঠানিকতার পর বিকেলের শেষ ভাগে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

এবার বরিশাল অঞ্চলে প্রায় দুই হাজার মণ্ডপে দুর্গাপূজার আয়োজন ছিল, যা গত বছরের চেয়ে কিছু বেশি। এর মধ্যে অন্তত ৫০টি ছিল পারিবারিক মণ্ডপে। শুধু বরিশাল মহানগরীতেই প্রায় ১০০ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে অন্তত ৫টি ছিল পারিবারিক এবং বাকিগুলো সার্বজনীন। এবারের দুর্গাপূজায় সমগ্র দক্ষিণাঞ্চলকে নিরাপত্তার ছায়ায় ঘিরে ফেলা হয়েছিল। সশস্ত্র ও নিরস্ত্র পুলিশ ছাড়াও র‌্যাব, আনসার, গোয়েন্দা পুলিশ এবং বিশেষ শাখার পুলিশ সার্বক্ষণিক পাহারায় ছিল। পাশাপাশি সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীও সার্বক্ষণিক টহলে নিয়োজিত ছিলেন।

 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বরিশাল সফরে এসে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। পাশাপাশি বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দও একাধিকবার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার শরতের সূর্যাস্তের আগেই অশ্রুজলে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বরিশালের কীর্তনখোলা নদীঘাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তাঁদের দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী এক বছর পরে নতুন শরতে আবার দেবী ফিরবেন এ ধরণীতে।

 

প্রথা অনুযায়ী আগামী সোমবার পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা।