• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টংগিবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা খুন

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯, ১৫:৫২ অপরাহ্ণ
টংগিবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা খুন

বিডি ক্রাইম ডেস্ক ॥

মুন্সিগঞ্জের টংগিবাড়ি উপজেলায় কাদির মোল্লা (৬৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার ভাতিজা মোতালেবের বিরুদ্ধে।

সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাঁচগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচগাঁও বাজারে কাদির মোল্লার ভাতিজা মোতালেবের সঙ্গে তার সাবেক স্ত্রীর কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে কাদির মোল্লা তাদের বাড়িতে গিয়ে সমস্যা সমাধানের কথা বলেন। এতে মোতালেব ক্ষিপ্ত হয়ে নিকটস্থ মুরগির দোকান থেকে ছুরি নিয়ে কাদির মোল্লার গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।