• ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বরিশালে ইয়াবা সহ আটক ২

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৩, ১৪:৫৩ অপরাহ্ণ
বরিশালে ইয়াবা সহ আটক ২

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশাল কাউনিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিচ ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ এনামুল হক।

জানাযায়, শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি চৌকস টিম বিসিসি ০১নং ওয়ার্ডস্থ মরকখোলা পোলে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন দুইজনের দেহ তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,বরিশাল কাউনিয়া বাসু মিয়ার গলির বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম হাওলাদার পুত্র মোঃ শাফায়েত ইসলাম জিসান (২২) ও কাউনিয়া হাউজিং এর বাসিন্দা মৃত ফয়েজ শারেং এর পুত্র মোঃ তুষান (২৫)।

বরিশাল কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযানেকালে দুইজনকে ১০০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।