বিডি ক্রাইম ডেস্ক ॥ নোয়াখালীর জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীর এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন্নাহারকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে জেলা ও দায়রা জজ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ওই দু’জনকে বিভাগীয় তদন্ত সাপেক্ষ সাময়িক বরখাস্ত করা হয়।
দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ভিত্তিতে এ সাময়িক বরখাস্ত করেন জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ।
এরআগে, নোয়াখালী জেলা দুদক কর্মকর্তা সুবেল আহমেদ তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার দেখায় দুদক। পরে আদালতে জামিন পায় তারা। একই সঙ্গে তাদের শুনানি অব্যাহত রাখে।
এছাড়াও তাদের নামে-বেনামে অর্জিত সাত কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত।