• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৯৯৯ কলে বরিশালের সন্ধ্যা নদীতে উদ্ধার অভিযান

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৭, ১৬:২০ অপরাহ্ণ
৯৯৯ কলে বরিশালের সন্ধ্যা নদীতে উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক ॥ ৯৯৯ এ কল করে সহায়তা পেতে শুরু করেছে বরিশালের মানুষ। এরইমধ্যে বরিশাল নদী ফায়ার স্টেশনে উদ্ধার অভিযানের জন্য প্রথম কল পেয়ে গেছেন। দুপুরে পাওয়া ৯৯৯ এর ওই কলের মাধ্যমে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদীতে ৬ বছরের শিশু উদ্ধারের অভিযান চালায় ষ্টেশনের নৌ-ডুবুরিরা। যদিও শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নদীর ৫০ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করে ডুবুরিরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বরিশাল নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হানিফ জানান, গত রোববার দুপুরে ৯৯৯ থেকে তাদের টেলিফোনে একটি ফোন আসে। যার মাধ্যমে কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের হাসান ঘারামীর ৬ বছরের শিশু সন্তান জিসানের সন্ধ্যা নদীতে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। তাৎক্ষনিক তিনি একটি ডুবুরি দলকে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। ৩ টা ৪৫ মিনিটে নদীতে উদ্ধার অভিযান শুরু করে ৫৫ মিনিটের মাথায় শিশুটিকে পানির ৫৫ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়। কিন্তু দেরি হলে উদ্ধার অভিযানে যেমন সময় লাগতো, তেমিন স্বজনদের হাতাশাও বাড়তো। স্টেশন অফিসার আরো জানান, তাদের এ উদ্ধার অভিযানের ফাঁকে ফাঁকে ৯৯৯ থেকে কল করে অভিযানের সর্বোশেষ বিষয়ে জানতে চাওয়া হচ্ছিলো। যা বরিশালের প্রেক্ষাপটে আলোচিত বিষয় হিসেবে দেখছেন তারা। এ বিষয়ে ফায়ার সার্ভিস বরিশালের উপ সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, এটাই বরিশালে প্রথম ৯৯৯ থেকে আসা কল। শিশুটি নিঁখোজ হওয়ার পরপরই এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়, সেখান থেকে তাৎক্ষনিক আমাদের জানানো হয়। যাদের ফায়ার সার্ভিস, হাসপাতাল বা এ্যাম্বুলেন্স অথবা পুলিশের সহায়তার প্রয়োজন হবে কিন্তু সংশ্লিষ্ট দফতরগুলোর নম্বর নেই তাদের জন্য ৯৯৯ একটি সহজ মাধ্যম বলে মনে করছেন বরিশালের সুশীল সমাজ।