নিজস্ব প্রতিবেদক।।
বিকাশে টাকা তোলাকে কেন্দ্র করে বিএম কলেজের দুই ছাত্রকে মারধর করেন, বরিশাল নগরের নতুনবাজার এলাকার আয়ান ড্রাগ হাউজের সত্বাধীকারী আরিফ হোসেনসহ ৩জন। ঘটনাটি সোমবার রাত ১০টার দিকে ঘটে। বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র হাসান ও ৪র্থ বর্ষের ছাত্র সুমন জানান রাতে টাকা উত্তলনের জন্য নতুনবাজার আয়ান ড্রাগ হাউজে গলে ৫’শ টাকা ক্যাশআউট করার পর ম্যাসেজ দেখালও দোকানদার বলেন টাকা আসেনি। এ নিয়ে বাকবিতণ্ডের এক পর্যায়ে দোকানের মালিক আরিফ ও তার সাথে থাকা দুজন মিলে ছাত্রদের বেধরক মারধর করেন। হাসান, সুমনের মারধরের খবর পেয়ে বিএম কলেজের একদল শিক্ষার্থী আয়ন ড্রাগ হাউজে গিয়ে তাদের উদ্ধার করে। এসময় হাসান, সুমনকে কেন মারধর করা হলো? এমন প্রশ্নে তাদের উপর আবারো চরাও হয় দোকানদার আরিফসহ আরো কিছু লোকজন। মারামারির খবর পেয়ে কোতোয়ালি থানার এস আই মহিউদ্দিন (পিপিএম ) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অবস্থার বেগতিক দেখে হাসান, সুমনের ৫’শ টাকা আরিফ ফেরত দিয়ে ক্ষমা চেয়ে রক্ষা পায়।