২০২১ সালে “আমরা বরিশালের কথা বলি” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ডিজিটাল মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম বরিশাল পোস্ট পথচলার চার বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণ করেছে। স্বল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করে বরিশালের কণ্ঠস্বরকে দেশ-বিদেশে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে এই বরিশাল পোস্ট।
শুরুর দিন থেকেই বস্তুনিষ্ঠ, বিশ্লেষণভিত্তিক ও দ্রুত সংবাদ পরিবেশনের নীতি অনুসরণ করে আসছে বরিশাল পোস্ট। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া, মনগড়া ও অশ্লীল কনটেন্টে ভরপুর পরিবেশে, নির্ভরযোগ্য ও নিরাপদ সংবাদ প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় লক্ষাধিক পাঠক বরিশাল পোস্টের কনটেন্ট অনুসরণ করেন। এর মধ্যে অনেক কনটেন্ট কোটি দর্শকের কাছে পৌঁছেছে, যা আঞ্চলিক সংবাদমাধ্যম হিসেবে এক অনন্য অর্জন। শুধু খবর প্রচার নয়, ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ ও তথ্য-ভিত্তিক উপস্থাপনাই বরিশাল পোস্টকে করেছে অন্য গণমাধ্যমের থেকে আলাদা।
অন্যদিকে, barishalpostnews.com ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিন স্থানীয় খবরের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদও পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে এই মাধ্যম।
বরিশাল পোস্ট এর সম্পাদক মজিবর রহমান নাহিদ বলেন—“পাঠকের আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী দিনে আরও শক্তিশালী অনুসন্ধানী সাংবাদিকতা, প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশন এবং ডিজিটাল মাধ্যমে বৈশ্বিক প্ল্যাটফর্মে বরিশালের কণ্ঠস্বর তুলে ধরাই আমাদের অঙ্গীকার।”
পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বরিশাল পোস্ট পরিবার সকল পাঠক-পাঠিকা, দর্শক, শুভানুধ্যায়ী এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।