• ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৩ দিন ধরে নিখোঁজ কিশোর

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪, ১৬:৪৭ অপরাহ্ণ
৩ দিন ধরে নিখোঁজ কিশোর

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ গলাচিপায় মো: জুনায়েদ (১৫) নামের এক কিশোর তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৯ মার্চ) তার বাবা গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করেন।

জিডি নম্বর ১১৭৬। জুনায়েদ কল্যাণ কলস নেছারিয়া সিনিয়র আলিম মাদরাসার অফিস সহকারী মো: রুহুল আমিনের একমাত্র ছেলে ও গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড রতনদী (রুপনগর) এলাকা থেকে জুনায়েদ নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। জুনায়েদকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছে নিখোঁজের বাবা, মা ও আত্মীয়-স্বজন।