• ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৩ দিনের রিমান্ডে বরিশালের সাবেক এমপি শাহে আলম

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১৭:৫৫ অপরাহ্ণ
৩ দিনের রিমান্ডে বরিশালের সাবেক এমপি শাহে আলম

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে কলেজ ছাত্র নিহতের ঘটনায় করা মামলায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসার তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের বাঁশতলা থেকে শাহে আলমকে গ্রেফতার করে র‍্যাব।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুলাই গুলশান ডিগ্রি কলেজের ছাত্র নাইমুর রহমান গুলশান থানাধীন শাহাজাদপুরে আন্দোলন করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরে নাইমুরের বাবা ১২ সেপ্টেম্বর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন।