• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২৪ ঘন্টায় শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১, ১৮:৩২ অপরাহ্ণ
২৪ ঘন্টায় শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চারজন রোগীর মৃত্যু হয়েছে।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের শরীর থেকেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আব্দুর রাজ্জাক বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র দেওয়া হয়েছে সাতজনকে।

বর্তমানে এ দুটি ওয়ার্ডে ১৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে করোনা ওয়ার্ডেই রয়েছেন ৪০ জন রোগী।