• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৭, ২০২১, ১৭:৩৪ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। গত ১৫ ডিসেম্বরের ( তিন মাস ১২ দিন) পর এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা। ১৫ ডিসেম্বর একদিনে ৪০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জন। সরকারি হিসেবে মোট মারা গেছেন আট হাজার ৮৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৭১ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন পাঁচ লাখ ৩৩ হাজার ৯২২ জন।