• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩০০৯

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৯, ২০২০, ১৪:৪৩ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩০০৯

বিডি ক্রাইম ডেস্ক॥

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৩৯৪ জনে।

 

বুধবার (২৯ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৫৩টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৭টি। এ পর্যন্ত মোট ১১ লাখ ৫১ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

তিনি জানান, নিহত ৩৮ জনের মধ‌্যে ৩০ জন পুরুষ ও ৫ জন নারী।