• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২৪ ঘণ্টার মধ্যে রিফাতের খুনিদের গ্রেপ্তারে রিট

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯, ১২:৪২ অপরাহ্ণ
২৪ ঘণ্টার মধ্যে রিফাতের খুনিদের গ্রেপ্তারে রিট

অনলাইন ডেস্ক : বরগুনায় রিফাত শরীফের হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এছাড়া খুনিরা দেশ ত্যাগ করতে যেন না পারে সে বিষয়ে সব বন্দরে রেড অ্যালার্ট জারির নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

আজ রোববার (৩০ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

আজ হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইউনুছ আলী আকন্দ।

রিটের বিবাদীরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের ডিজি, বিজিবি মহাপরিচালক, বরিশাল বিভাগীয় পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসি।

উল্লেখ্য, ২৬ জুন বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। পরে লোকজন রিফাতকে আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।