• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১-২ ডিসেম্বর কুয়াকাটা উৎসব, থাকছে বিশেষ ছাড়

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৩, ১৮:১৬ অপরাহ্ণ
১-২ ডিসেম্বর কুয়াকাটা উৎসব, থাকছে বিশেষ ছাড়

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর কুয়াকাটায় দুই দিনব্যাপী আয়োজন হচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’। এ আয়োজনের ঘোষণা দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের। এ সময় বিশেষ ছাড় রাখছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটায় হোটেল বিচ-হ্যাভেনের হলরুমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পটুয়াখালী জেলা প্রশাসন, কুয়াকাটার সব স্টেকহোল্ডার ও প্রশাসনের উপস্থিতিতে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন তিনি।

‘মুজিবস বাংলাদেশ’ উদযাপনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় এ ফেস্টিভ্যালের আয়োজন করছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো. মহিবুল্লাহর সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমানও।

সশরীরে উপস্থিত ছিলেন- কুয়াকাটা স্টেকহোল্ডারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, হোটেল সমুদ্র বিলাসের মালিক ডা. ইসমাইল ইমন, রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহমুদ, হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ, কুয়াকাটা শুঁটকি মার্কেট সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফিসফ্রাই মার্কেটের সভাপতি মো. মিজানুর রহমান।

বাংলাদেশের পর্যটন, ইতিহাস, ঐতিহ্যের, সৌন্দর্যকে তুলে ধরতে ২৭ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। দ্বিতীয় দফায় জেলা ও বিভাগীয় পর্যায়ের পর্যটনকে ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে বিভাগীয় ফেস্টিভালের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

পটুয়াখালীর কুয়াকাটায় আগামী ১ ও ২ ডিসেম্বর উৎসব উদযাপন করা হবে। এ আয়োজনে সাগরকন্যা খ্যাত কুয়াকাটার ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হবে।

এদিকে আয়োজন ঘিরে স্থানীয় ব্যবসায়ীরা দিয়েছেন বিশাল ছাড়। উৎসব চলাকালে ওই দুদিন আবাসিক হোটেল-মোটেলগুলোতে ৫০ শতাংশ ছাড়, ট্যুর অপারেটরদের মুনাফামুক্ত ট্যুর প্যাকেজ, হোটেল-রেস্তোরাঁয় ২০ শতাংশ ছাড়, শুঁটকি মাছে ২০ শতাংশ ছাড়, ফিশ ফ্রাইয়ে ২০ শতাংশ ছাড়, ফ্রি ট্যুর গাইড সার্ভিস, ইজিবাইকে ৩০ শতাংশ ছাড় থাকবে।

ফেস্টিভ্যালে উপস্থিত থাকার কথা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মো. মোকাম্মেল হোসেনের।