বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ গাজীপুরের শিল্পশহর টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। দৈনিক প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী কাজ করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন তারা।
ইজতেমার প্রথম পর্বের তথ্য সমন্বয়ক জহির ইবনে মুসলিম জানান, ইজতেমা মাঠের সামিয়ানা, আন্তর্জাতিক নিবাস ও আশপাশের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় ডেসকোর কয়েকটি টিম কাজ করছে। মাঠের সার্বিক নিরাপত্তায় এবার সাত হাজারের বেশি আইন প্রয়োগকারী সংস্থার সদস্য নিয়োজিত থাকবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। পুলিশি নিরাপত্তায় চলছে প্রস্তুতির কাজ।
ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি। দ্বিতীয় পর্ব হবে ২০, ২১ ও ২২ জানুয়ারি। প্রথম পর্বে মাওলানা যোবায়ের এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধালভীর অনুসারীরা অংশ নেবেন। ইতোমধ্যে ইজতেমার সার্বিক প্রস্তুতি অর্ধেকের মতো শেষ হয়েছে। তাবলীগ জামাতের সদস্য-স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।
জহির ইবনে মুসলিম বলেন, দুই মাস ধরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে। এতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে যোগ দিচ্ছেন। দৈনিক হাজারও মুসল্লির স্বেচ্ছাশ্রমে এগিয়ে চলছে ইজতেমার সার্বিক প্রস্তুতি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘পুলিশ সজাগ রয়েছে। মুসল্লি ও ইজতেমার মাঠের আশপাশের এলাকায় নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।’