সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলায় ২০২৩ সালে সংগ্রহীত যাকাতের চেক বিতরণ এবং “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” র্শীষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।
ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ তাকে হাওলাদার, জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, জাতীয় ঈমাম পরিষদ সভাপতি মাওলানা মোঃ নিজামুল হক, জেলা ঈমাম পরিষদ সভাপতি মাওলানা মোঃ আবু সাঈদ, সাধারন সম্পাদক মাওলানা মোঃ আঃ কাদের প্রমুখ।
“দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” র্শীষক সেমিনার অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আঃ হালিম। সভা শেষে পটুয়াখালী পৌরসভাসহ ৮টি উপজেলা থেকে আগত ১১৯ জন এর মাঝে পটুয়াখালী জেলায় ২০২৩ সালে সংগ্রহীত যাকাতের ৭ লক্ষ ৩৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। যাকাতের চেক বিতরণ এবং “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” র্শীষক সেমিনার ও আলোচনা সভায় জেলা ঈমামগন, মসজিদ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ, জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।