• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১৫, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ
১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠির রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ মোঃ নূরে আলম নয়ন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা শহরের বাদুরতলা সড়কের মুখ এলাকার মোটর সাইকেল স্ট্যান্ডের জননী জুয়েলার্স’র সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ নূরে আলম বাইপাস মোড় এলাকার মানিক মোড়লের ছেলে। রাজাপুর থানার ওসি মুঃ আতাউর রহমান জানান, নূরে আলম বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে তার নামে এসআই মহিউদ্দিন বাদি বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়ছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।