• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১০৫ টাকার মশা প্রতিরোধী মলম ৬৫০ টাকা

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯, ১৩:৪৮ অপরাহ্ণ
১০৫ টাকার মশা প্রতিরোধী মলম ৬৫০ টাকা

রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চাহিদা বেড়েছে মশাপ্রতিরোধী মলম ও অন্যান্য সামগ্রীর।
এই সুযোগে রাতারাতি দাম কয়েকগুণ বেড়েছে এসব সামগ্রীর। বিশেষ করে ভারতীয় প্রতিষ্ঠান ডাবরের মলম ওডোমসের দাম সাড়ে সাত গুণ বাড়িয়ে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী।

মলমটির গায়ে লিখিত মূল্য ৮৮ রুপি (বাংলাদেশি মূদ্রায় ১০৫ টাকা)। অথচ গত কয়েক দিনে দাম পাঁচগুণ বেড়ে রাজধানীর কোথাও মলমটি বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, কোথাও ৮০০ টাকায়।

রাজধানীর গুলশান-২ এলাকায় সোমবার (৫ আগস্ট) অভিযান চালিয়ে এর প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অপরাধে ল্যাভেনডার ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন, আফরোজা রহমান ও মো. আব্দুল জব্বার মণ্ডল।

এছাড়াও অভিযান চলাকালে অবৈধ বিদেশি প্রসাধনী বিক্রির অপরাধে ইউনাইটেড ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্যাকেটজাত মিষ্টিতে উৎপাদনের তারিখ, মেয়াদ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা ও ওজনে কম দেয়ার অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তদারকিতে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১ এর সদস্যরা।