• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১লক্ষ টাকা জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২১, ২০২৪, ১৭:৪৭ অপরাহ্ণ
১লক্ষ টাকা জরিমানা

বরগুনা প্রতিনিধি: আমতলীর আমড়া গাছিয়া গ্রামে অবস্থিত তালাল রহমান ফিলিং স্টেশনকে তেল মাপে কম দেওয়ার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আমতলীর ইউএনও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। জানা গেছে, আমতলী উপজেলার আমড়া গাছিয়া গ্রামে অবস্থিত রহমান ফিলিং স্টেশনের মালিক এবং কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের কৌশলে পেট্টল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দিয়ে আসছিলেন।

এ অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকেলে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। অভিযোগের সত্যতা পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. রুবেল মিয়াকে (২৫) ১লক্ষ জরিমানা করেন অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

এর আগেও একই অভিযোগে রহমান ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।