স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বিগত সরকারের সময় রাতের বেলা ভোট হয়েছে। বাংলার মানুষ ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে চায়। বিএপি’র নেতাকর্মীরা কথা বলতে পারেনি।
গত ১৫ বছরে এই এদেশের কোন দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হয়নি এবং এলাকা আজোও অবহেলিত রয়েছে। সবকিছুই শেখ হাসিনা সরকার লুটপাট করে নিয়ে গেছে।
দেশের সমস্ত অর্থ লুটপাট করে দেশের বাহিরে পাচার করেছে। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে ছাত্রজনতার গণ-অভ্যুল্ধসঢ়;থানে ৫ আগস্ট হাসিনা পালিয়ে গেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর বিভিন্ন মিডিয়ায় লুটপাটের এসব খবর প্রতিদিন আপনারা দেখছেন। আমি যখন এই বরগুনা-২ আসনের এমপি ছিলাম তখন এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে।
গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বরগুনার বেতাগী সরকারি কলেজ মাঠে জনসভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আমনের সাবেক এমপি আলহাজ্ব নুরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন,‘ দেশের মানুষ এখন নির্বাচিত সরকার দেখতে চায়।
আমরা চাই, এই সরকার কিছু গুরুত্বপূর্ন সংস্কার করে অনতিবিলম্বে সময় নির্বাচন দিন। নির্বাচিত সরকার সকল সংস্কার করবে এবং দেশের উন্নয়ন হবে। ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশের বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি করেছে। পালিয়ে যাওয়া এদেশের ছাত্রজনতা মূর্তিগুলো ভেঙে ফেলেছে। সোমবার বিকেলে উপজেলা ও পৌর শহরের ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে বেতাগী সরকারি কলেজ মাঠে এই জনসভায় নেতাকর্মীরা যোগদান করেন। একপর্যায়ে জনসভায় মাঠ পরিপূর্ন হয়ে যায়।