গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, আওয়ামী লীগ সরকারের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বরিশাল-১ আসনের এই সাবেক সংসদ সদদ্যের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক এস এম রাশেদুর রেজা।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আবুল হাসানাত আব্দুল্লাহ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ‘অসৎ উদ্দেশ্যে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত’ ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকার সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন ব্যাংক হিসাবে ‘সন্দেহজনকভাবে’ প্রায় ৮০ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন করেছেন।
অনুসন্ধানের বরাতে দুদক বলছে, আবুল হাসানাত আব্দুল্লাহর নামে ১০ কোটি ২৩ লাখ ৬৩ হাজার টাকার স্থাবর সম্পদ এবং ৩৯ কোটি ৩৪ লাখ টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে। অর্থাৎ তার নামে মোট ৪৯ কোটি ৫৭ লাখ টাকার সম্পদ থাকার তথ্য মিলেছে।
পারিবারিক ব্যয়সহ তার মোট ব্যয় হিসাব করা হয়েছে ৫৭ কোটি ১৪ লাখ টাকা, যেখানে তার বৈধ আয় পাওয়া গেছে ৩৭ কোটি ৪৩ লাখ টাকার। ফলে দুদকের হিসাবে ১৯ কোটি ৭১ লাখ টাকার সম্পদের উৎস ‘অজানা’, যা ‘অবৈধ’ আয় হিসেবে ধরা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, হাসানাত আব্দুল্লাহর নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকা জমা এবং ৪২ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা উত্তোলন হয়েছে। এসব লেনদেন তার ঘোষিত আয় ও মূলধনের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ’ নয়।
দুদকের মতে, এসব অর্থ ‘দুর্নীতি ও ঘুষের’ মাধ্যমে অর্জিত এবং পরে মানিলন্ডারিংয়ের উদ্দেশ্যে তা নিজ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে লেনদেন করা হয়েছে।
মামলায় হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের নভেম্বরে বরিশালে অক্টোবরে হাসানাত আব্দুল্লাহ মেজো ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা (ডিবি)। তবে তার আরেক ছেলে বরিশালের সাবেক মেয়র ও তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
গত নভেম্বরে হাসানাত আব্দুল্লাহসহ ৩৯ জনের বিরুদ্ধে বিএনপির সভায় হামলার অভিযোগ বরিশালে মামলা হয়েছে।