• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফল প্রেসক্লাবের নিবার্চন

হারুন সভাপতি, বাচ্চু সাধারন সম্পদক নির্বাচিত

admin
প্রকাশিত আগস্ট ২, ২০১৯, ২৩:৫৫ অপরাহ্ণ
হারুন সভাপতি, বাচ্চু সাধারন সম্পদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের কার্যকারী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের কুন্ডপট্রিস্থ প্রেসক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ প্রতিদিন’র বাউফল প্রতিনিধি হারুন অর রশি রশিদ খাঁন সভাপতি ও দৈনিক জনকণ্ঠে’র কামরুজ্জামান বাচ্চু সাধারন সম্পাদক,

সহ-সভাপতি প্রতিদিনের সংবাদ’র দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আলোকিত বাংলাদেশ ও আনন্দ টিভি’র এম.নাজিম উদ্দিন, কোষাধক্ষ গণদাবীর মো. ফারুক হোসেন, দপ্তর বাংলাদেশ বেতার’র মো. সোহারাব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক ইনকিলাবের নুরুল ইসলাম ছিদ্দিকি, প্রচার ও প্রকাশনা আজকের সংবাদ’র মো. মনিরুজ্জাম হিরোন,কালবেলা’র সাইফুল ইসলাম জলিল তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া আমাদের সময়’র কৃষ্ণ কর্মকার,অবজরভার আরেফিন সহিদ,প্রথম আলো’র এবিএম মিজানুর রহমান,ভয়েস অব এশিয়া’র মো. জলিলুর রহমান নির্বাহী সদস্য হিসাবে বিজয়ী হন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার সোহেল রানা। তাকে সহযোগিতা করেন, উপজেলা কৃষি সম্প্রসরণ কর্মকর্তা আরাফাত হোসেন। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।

জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষন করেন। উল্লেখ, ১৯৮৪ সালে বাউফল প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম সকল সাংবাদিকদের অংশ গ্রহণে সরাসরি ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।