স্বপন কুমার ঢালী, বেতাগী ॥
করোনা ভাইরাস থেকে আতংকিত নয় সতর্ক হতে বেসিনে বাধ্যতামূলক হাত ধোয়ার আয়োজন করেছে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের অর্থায়নে বেতাগী উপজেলা প্রশাসন আজ শনিবার (২১ মার্চ) সকাল থেকে বেসিনে হাতধুয়ে উপজেলা পরিষদে প্রবেশের এ নিয়ম করা হয়েছে।
উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে রাখা বেসিনে সাবান , হ্যান্ডওয়াশ ও পানি দিয়ে দু’হাত ভালভাবে ধুয়ে তবেই পরিষদে প্রবেশ করতে হবে। করোনা প্রতিরোধে উপজেলা পরিষদ ও প্রসাশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিষদে আসা বিভিন্ন ধরণের সুবিধামহল।
উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান ও নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান বলেন আমরা সরাসরি গুরুত্ব পূর্ন পয়েন্ট ও হোম কোয়াইনন্টাইনে অবস্থানকারীদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। এতে এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে।