• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাইব্রিড নেতা-কর্মীদের বিএনপিতে জায়গা হবেনা : হাফিজ ইব্রাহিম

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪, ২০:০৮ অপরাহ্ণ
হাইব্রিড নেতা-কর্মীদের বিএনপিতে জায়গা হবেনা : হাফিজ ইব্রাহিম

oplus_2

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলে যাতে আওয়ামী লীগ থেকে আসা হাইব্রিড নেতাকর্মীদের জায়গা না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থেকে দলের জন্য কাজ করতে হবে।

ভোলা – ২ দৌলতখান বোরহানউদ্দিন এলাকার বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সোমবার ১৪ অক্টোবর দৌলতখান উপজেলার উপশহর বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয় কলেজ মাঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, দৌলতখান – বোরহানউদ্দিন বোরহানউদ্দিন উপজেলার বিএনপির রাজনৈতিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু নোমান মো. সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্রি, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহে আলম মেম্বার, প্রভাষক গিয়াস উদ্দিন নিরব, উপজেলা যুব দলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আয়মান হোসেন সাজিদ প্রমুখ।

হাফিজ ইব্রাহিম আরও বলেন, ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আপনারা কাজ করুন। ভোলার সাবেক এমপি তোফায়েল আহমেদের ভাতিজাদের প্রতি ইঙ্গিত করে হাফিজ ইব্রাহিম বলেন ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রভাব মুক্ত থাকতে হবে। আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে ধানের শীষের বিজয় নিয়ে আমরা সতেরো বছরের আন্দোলনের ফসল গড়ে তুলব।

আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে আবার মাঠে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।