সে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকার মৃত মোমিন উদ্দিন হাওলাদারের ছেলে। এসময় একই এলাকার মো. আনছার খানের ছেলে মো. শাহাদাত হোসেন (৪০) নামের আও এক জনকে এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
রফিকুল ইসলাম হাওলাদার সিদ্ধকাঠি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য গত ৭ জানুয়ারী দিবাগত রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ির সামনের চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। গ্রেফতারকৃত মো. শাহাদাত হোসেন ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। হত্যাকান্ডের পর থেকেই সে পলাতক ছিল।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী হত্যা মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ সব সময়ই সচেষ্ট ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত ১২মার্চ মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।