• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হজে গিয়ে নলছিটির ব্যবসায়ীর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৯, ২০২৪, ১৬:৫৫ অপরাহ্ণ
হজে গিয়ে নলছিটির ব্যবসায়ীর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাবুল শরিফ ( ৬০) নামে এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে তার মৃত্যু হয়। বাবুল শরিফ উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার মৃত আব্দুল বারেক শরীফের ছেলে। তিনি বরিশাল ঈশ্বর বসু রোডের সুগন্ধা হোটেলের মালিক।

বিষয়টি নিহত বাবুল শরিফের ছোট ভাই কবির শরিফ নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৯ জুন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন । মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পরেন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ সৌদি আরবে দাফন করা হবে।