বিডি ক্রাইম ডেস্ক ॥ পবিত্র হজ পালনে বিভিন্ন দেশ থেকে সৌদি পৌঁছেছেন লাখ লাখ হজযাত্রী। বর্তমানে ১৮ লাখ হজ পালনার্থী মক্কায় অবস্থান করছেন। মঙ্গলবার (০৬ আগস্ট) বাইরের দেশ থেকে হজ ফ্লাইট সমাপ্ত হয়েছে। তবে দেশীয় হজযাত্রী আগমন অব্যাহত রয়েছে। খবর সৌদি প্রেস এসেন্সির।
অন্যদিকে বৃহস্পতিবার (০৯ আগস্ট) এশার নামাজ আদায় করে মিনার উদ্দেশে রওনা হবেন হজযাত্রীরা। মিনা মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত। হজ পালনে ৭ জিলহজ থেকে ১২ জিলহজ (বৃহস্পতিবার থেকে মঙ্গলবার) পর্যন্ত হজযাত্রীরা মিনায় অবস্থান করবেন। ৬ দিন মিনায় অবস্থান করে তারা ১২ জিলহজ গন্তব্যে ফিরে যাবেন।
সাধারণত হাজিরা পায়ে হেঁটে মিনায় রওয়ানা দেন। অনেকে আবার গাড়িতেও যান। প্রথমে মিনায় গিয়ে সেখানেই অবস্থান করেন তারা। এরপর তারা হজের অংশ হিসেবে আরাফাত, মুজদালিফা ও মক্কা শেষে আবার মিনায় অবস্থান করবেন। এক্ষেত্রে তাদের সার্বিক দিকনির্দেশনা দেবেন নিজস্ব মোয়াল্লেম।