• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্মার্টফোন পকেটে রাখলে ভয়াবহ ক্ষতি

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৯, ১৫:৩২ অপরাহ্ণ
স্মার্টফোন পকেটে রাখলে ভয়াবহ ক্ষতি

বিডি ক্রাইম ডেস্ক॥ আপনার পছন্দের স্মার্টফোনটি কি পকেটে রাখছেন? তবে জেনে রাখুন, আপনি অজান্তেই নিজের ভয়াবহ ক্ষতি করছেন। প্যান্টের পকেটে স্মার্টফোন রাখা হতে পারে আপনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ।

 

যুক্তরাজ্যের এক্সেটর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, যেসব পুরুষ সাধারণত তাদের প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখেন তাদের প্রজননের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এক্সেটর বিশ্ববিদ্যালয়ের বায়োসায়েন্সের গবেষক ফিয়োনা ম্যাথিউসের নেতৃত্বে একদল গবেষক ওই গবেষণা করেন।

 

গবেষকরা বলছেন, মোবাইল থেকে নির্গত হওয়া রেডিও-ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুক্রাণুর গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

 

অন্য এক গবেষণায় উঠে এসেছে, স্মার্টফোন থেকে হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। এতে ক্ষতির আশঙ্কা রয়েছে পুরুষের প্রজননতন্ত্রেরও। এ ধরনের ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ওপর প্রভাব ফেলে এবং শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দিতে পারে।

এছাড়া মোবাইল ফোনের তরঙ্গে শুক্রাণুর ক্ষতি বিষয়ক অন্য এক গবেষণায় যুক্তরাষ্ট্রের গবেষকেরাও এ ধরনের তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন।