নিজস্ব প্রতিবেদক।।
প্রতারণার মাধ্যমে ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিক এ.এফ.এম আনোয়ারুল হক সাব্বিরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার) বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ন্যাশনাল ব্যাংকের নির্বাহী অফিসার গোলাম মোস্তফা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। মামলায় অন্যান্য আসামীরা হলেন, তার মা মিসেস সায়েদা হক ওরফে সাইদা হক, দুই বোন আজিজা মোস্তাফিজ ওরফে আজিজা ইয়াসমিন ও হাফিজা ইয়াসমিন।
আদালতের বরাত দিয়ে বেঞ্চ-সহকারী সাখাওয়াত হোসেন জানান, জমি বন্ধক রেখে ২০১০ সালের ৩০ আগস্ট ৮ কোটি ১৭ লাখ ৫১ হাজার টাকা লোন নেয় এ.এফ.এম আনোয়ারুল হক সাব্বির। পরে লোন পরিশোধ না করায় ২০১৫ সালের ২০ আগস্ট আসামীর কাছে ১৪ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৪৯৪ পাওয়া হয়। পরে ২০১৬ সালের ২৪ আগস্ট ব্যাংকের কাছে রাখা বন্ধকি জমি দলিল মূলে রেজিষ্ট্রি করে দেন। গত ১৪ মে এবং ১৭ মে সাব রেজিষ্ট্রি অফিস থেকে দলিলের সহি মোহর সংগ্রহ করে বিষয়টি জানার পরে আদালতে মামলা দায়ের করেন।