• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বামীকে সৌদিতে পাচারের অভিযোগে দুলাভাইয়ের নামে বরিশাল আদালতে মামলা

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৪, ২০২৫, ১৭:০৬ অপরাহ্ণ
স্বামীকে সৌদিতে পাচারের অভিযোগে দুলাভাইয়ের নামে বরিশাল আদালতে মামলা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ শালিকার স্বামীকে সৌদি আরবে পাচার করার অভিযোগে প্রবাসী ভগ্নিপতি (দুলাভাই) ও আপন বোনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে ওই মামলা করা হয়।

ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী হলেন নগরীর ১৪ নম্বর ওয়ার্ড সি.অ্যান্ড.বি এলাকার বাসিন্দা তাহমিনা আক্তার (২৫)।

বিবাদী হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকার বাসিন্দা ও সৌদি প্রবাসী মিজানুর রহমান গোলন্দাজ, তার মা সাফিয়া বেগম, তার স্ত্রী ঝালকাঠি নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি এলাকার বাসিন্দা শারমিন জাহান লিপি।

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, বাদীর স্বামী শাহাদাত হোসেনকে সৌদি আরবে নেওয়ার প্রস্তাব দেন প্রবাসী দুলাভাই মিজানুর রহমান ।

এ জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি। চুক্তি অনুযায়ী, পাঁচ লাখ টাকা দেয়ার পর ২০২৪ সালের ১৩ আগস্ট সৌদি আরবে পাঠানো হয়।

সেখানে যাওয়ার পর শাহদাত হোসেনকে দেশে কারো সঙ্গে যোগাযোগ করতে দেননি বিবাদী মিজানুর। যোগাযোগ করতে চাইলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন তিনি।

তখন বাদী তাহমিনা আক্তার যোগাযোগ করলে স্বামীকে মুক্ত করতে দুই লাখ টাকা দাবি করেন তার দুলাভাই। পরে জানতে পারেন শাহাদাতকে সৌদি আরবে নেওয়ার পর তাকে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়েছে।

তাকে মরুভূমিতে পাথর ভাঙার কাজে দেওয়া হয়েছে। জনমানবহীন মরুভূমিতে অর্ধাহারে-অনাহারে মৃত্যুর শঙ্কায় দিনযাপন করছেন তাহমিনার স্বামী শাহাদাত। স্বামীর প্রাণহানির শঙ্কায় ন্যায়বিচার পেতে মামলা করেছেন তাহমিনা।

মামলা ও অভিযোগের বিষয়ে দুলাভাই মিজানুর রহমান ও বাকি অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।