• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বতন্ত্ররা বিরোধী দলে থাকবে কিনা সিদ্ধান্ত দেবেন নেত্রী : পঙ্কজ দেবনাথ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৪, ১৮:১৯ অপরাহ্ণ
স্বতন্ত্ররা বিরোধী দলে থাকবে কিনা সিদ্ধান্ত দেবেন নেত্রী : পঙ্কজ দেবনাথ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল-৪ আসন (মেহেন্দীগঞ্জ-হিজলা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেছেন, আওয়ামী লীগ সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন স্বতন্ত্র প্রার্থীরা। নেত্রীই সিদ্ধান্ত দেবেন আমরা কে কোন পজিশনে থাকব।

বুধবার সকালে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বতন্ত্র এই এমপি বলেন, এখনো কোনো আলোচনা হয়নি। সরকারদলীয় সংসদীয় দলের বৈঠক চলছে, আমরা অপেক্ষায় আছি- নেত্রী কী সিদ্ধান্ত দেবেন।

পঙ্কজ দেবনাথ বলেন, স্বতন্ত্র কী রাজনৈতিক দলের প্রতীক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে- স্বাধীনতা, গণতন্ত্র ও সংবিধান রক্ষার এ নির্বাচনি যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী হিসেবে। দেশপ্রেমিক নাগরিক হিসেবে সেটি দায়িত্ব ছিল, সংবিধান রক্ষার এ নির্বাচনে আমরা একজন সৈনিক। আমাদের দলের, দেশের, সংসদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা।

কারণ আমরা আওয়ামী লীগের অনুমোদিত স্বতন্ত্র প্রার্থী, দলের সিদ্ধান্ত ও নেত্রীর পরামর্শেই কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কাজেই আমরা দায়িত্ব দেব জননেত্রী শেখ হাসিনাকে, নেত্রীই সিদ্ধান্ত দেবেন আমরা কে কোন পজিশনে থাকব।