• ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

স্ত্রী-ছেলেসহ সাবেক চিফ হুইপ ফিরোজের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ১৮:৩৫ অপরাহ্ণ
স্ত্রী-ছেলেসহ সাবেক চিফ হুইপ ফিরোজের নামে দুদকের মামলা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ. স. ম. ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা এবং ছেলে রায়হান সাকিবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো হয়। মামলা রেকর্ড করেন দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস এবং বাদী হয়েছেন উপপরিচালক তানভীর আহমদ।

দুদক সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে পর্যাপ্ত প্রমাণ মেলে। পরে দুদকের অনুমোদনক্রমে তিনজনের নামে পৃথক মামলা করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, রায়হান সাকিবের নামে ৬ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৮৪২ টাকার সম্পদের মধ্যে ৪ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪২৮ টাকা বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তার বৈধ আয় ৪ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ১২ টাকা এবং ব্যয় ১ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৫৯৮ টাকা।

সাবেক চিফ হুইপ ফিরোজের মোট বৈধ আয় ১৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৯৫৬ টাকা এবং ব্যয় ৫ কোটি ৯০ লাখ ৩ হাজার ৮৭৭ টাকা। তার নামে থাকা ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৫৬৩ টাকার সম্পদের মধ্যে ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

দেলোয়ারা সুলতানার মোট বৈধ আয় ৬৮ লাখ ১১ হাজার ৮৯৭ টাকা, ব্যয় ১৮ লাখ ৩৩৪ টাকা। তার নামে থাকা ১ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২১৭ টাকার সম্পদের মধ্যে ১ কোটি ১ লাখ ১ হাজার ৬৫৪ টাকা বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দুদকের উপপরিচালক তানভীর আহমদ বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়ায় তিনজনের নামে পৃথক তিনটি মামলা হয়েছে। আদালতের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।