• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্ত্রীর ইটের আঘাতে স্বামী নিহত

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০১৮, ১৪:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥ বাগ্বিতন্ডার একপর্যায়ে স্ত্রীর ছোড়া ইটের আঘাতে স্বামী আনোয়ার হোসেন খান (৫৫) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে নগরীর কালুশাহ সড়কের। পুলিশ নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে স্ত্রী লিজা বেগম পলাতক রয়েছে।নিহত আনোয়ার হোসেন খান সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কালুশাহ সড়কের আফতাব উদ্দিন খানের পুত্র। নিহত আনোয়ার হোসেনের শিশু কন্যা নাইমা আক্তার জানায়, সকালে তার ছোট ভাই নাঈম নাস্তা কিনে এনে দেয়ার জন্য বাবার কাছে বায়না ধরে। এছাড়া নাইমা নিজেও খাতা কেনার জন্য টাকা চায়। কিন্তু টাকা না দিয়ে তার বাবা তাদের গালিগালাজ করেন। এতে তাদের মা লিজা বেগম ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তার (নাইমা) বাবা ও মা ঝগড়ায় জড়িয়ে পরলে তার নানাকে খবর দেয়া হয়। নানা শাহজাহান খান বাসায় আসার পর আনোয়ার ক্ষিপ্ত হয়ে লিজা ও তার বাবা শাহজাহান খানকে মারধর করে। একপর্যায়ে তার মা (লিজা বেগম) একটি ইট ছুড়ে মারলে বাবা (আনোয়ার হোসেন) আহত হয়।স্থানীয়রা জানান, আশংকাজনক অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে শেবাচিমে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোতোয়ালী মডেল থানার এসআই শামীম আহমেদ জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আনোয়ারের মৃত্যুর খবর পাওয়ার পর লিজা আত্মগোপন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।