• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সৌদি আরবে আমতলীর দুই ভাইকে আটকে রেখে মুক্তিপণ আদায়

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ১৬:০৭ অপরাহ্ণ
সৌদি আরবে আমতলীর দুই ভাইকে আটকে রেখে মুক্তিপণ আদায়

দুই ভাই সাইদুল গাজী ও মামুন হাওলাদারকে দালাল রুবেল হাওলাদার ও তার সদস্যরা সৌদি আরবে পাঁচ মাস আটকে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দালালচক্রের খপ্পরে সর্বস্ব হারিয়ে দিশেহারা তারা। সৌদি আরবের জেল হাজত থেকে সাইদুল মুক্তি পেয়ে দেশে ফিরলেও অপর ভাই মামুন এখনও পালিয়ে বেড়াচ্ছে। এমন অভিযোগ করেন মুক্তিপণ দিয়ে ফিরে আসা নির্যাতিত সাইদুর রহমান গাজী।

এ ঘটনা ধামাচাপা দিতে দালাল রুবেল হাওলাদার পাঁচ লক্ষ টাকার ছিনতাইয়ের নাটক সাজিয়েছে বলে আরো অভিযোগ সাইদুল গাজীর। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার লোচা গ্রামে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আব্দুল হাই গাজীর ছেলে সাইদুল গাজী ও তার ফুফাতো ভাই মামুন হাওলাদারকে দালাল রুবেল হাওলাদার আট লক্ষ টাকা চুক্তিতে কোম্পানির ভিসায় সৌদি আরবে পাঠান। ২০২২ সালের ২৬ এপ্রিল জেদ্দা বিমানবন্দরে নামেন দুই ভাই। এরপর দালালচক্রের সদস্য ফুয়াদ তাদের একটি বদ্ধ ঘরে আটকে রাখেন। ওই স্থানে তাদের ওপর নির্যাতন চালানো হয়। চার দিন পরে দালালচক্রের আরেক সদস্য মনির এসে তাদের জেদ্দায় মরুভূমির মধ্যে একটি বন্ধ মুরগির ফার্মে নিয়ে যায়।

ওই স্থানে তাদের ৫ মাস ১০ দিন আটকে রাখে তারা। দালাল রুবেলের নির্দেশে চক্রের সদস্যরা তাদের ওপর অমানুষিক নির্যাতন চালায় এবং দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। নির্যাতন সইতে না পেরে সাইদুল ও মামুন দুই ভাই পালিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু দালালচক্রের হাত থেকে রক্ষা পায়নি।