বিডি ক্রাইম ডেস্ক॥ সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা যান বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের তৃতীয় পুকুর এলাকার বাসিন্দা মজিবর রহমান (৪৫)।
বাংলাদেশ সময় রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সৌদি আরবের আড়া শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
নিহত মজিবর রহমান ব্রাঞ্চ রোডের মরহুম শেখ মোকদেস আলীর দ্বিতীয় সন্তান।
মরহুমের ছোট ভাই শেখ মাসুদ রানা জানান, মজিবর রহমান কর্মসংস্থানের জন্য দুই বছর আগে সৌদিতে গিয়েছিলেন। সেখানে আড়া শহরে একটি কোম্পানিতে কাজ করতেন। রবিবার সৌদি সময় বিকাল ৩টার দিকে কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মজিবর রহমান স্ত্রী, দুটি ছেলে, পাঁচ ভাই ও এক বোন রেখে মারা গেছেন। মৃত্যু সংবাদ পৌঁছার পর থেকে ব্রাঞ্চ রোডের বাসায় স্ত্রীসহ স্বজনদের আহাজারি চলছে।
নিহতের ভাই মাসুদ রানা জানান, তার ভাইয়ের লাশ দেশে আনতে আগ্রহী তারা। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তিনি।