• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৪

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯, ২০:৫৮ অপরাহ্ণ
সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৪

অনলাইন ডেস্ক : সাভারে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় দুলাল মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- খোরশেদ মিয়া (৩৫), দুলু মিয়া (৪৫) ও রাব্বি (১৮)। খবর পেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই বাড়ির সেপটিক ট্যাংকের মুখ খুলে ম্যাচের কাটি দিয়ে আগুন জ্বালিয়ে দেখার সময় ট্যাংকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চার নির্মাণশ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ভর্তি করে। এদের মধ্যে দুলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।