লিপিকা মন্ডল অর্পিতা, বেতাগী (বরগুনা): দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের
করুনা গ্রামের তালবাড়ি খাল পারাপারে সেতু নির্মিত হওয়ায় এলাকার জনদুর্ভোগ কমেছে।
সেতু নির্মানের আগে ভাঙা কাঠের ভাঙা সেতু দিয়ে এলাকার লোকজন যাতায়াত করতো।
নতুন সেতু নির্মিত হওয়ায় এলাকায় জনসাধারণের মনে স্বস্তি ফিরেছে। একসপ্তাহ আগে
সেতু সংলগ্ন সংযোগ সড়ক এবং রঙ তুলির কাজ সম্পন্ন হওয়ায় মনোমুগ্ধ দৃশ্যেতে পরিনত
হয়েছে সেতুটি। স্থানীয় দশ হাজার জনসাধারণ এখন এ সেতুকে আর্শীবাদ হিসেবে দেখছে।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে পণ্য পরিবহন ও মানুষের যাতায়াতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা
অধিদপ্তরের সেতু-কালভার্ট কর্মসূচির আওতায় ১৩ মিটার দৈর্ঘ্যের বেতাগী উপজেলার করুণা
গ্রামের তালবাড়ি খালের ওপর সেতু নির্মানের দরপত্র আহ্বান করেন উপজেলা প্রকৌশল বিভাগ।
এতে নির্মান ব্যয় ধরা হয়েছে ৮৪ লাখ ৯৫ হাজার ১৪৯ টাকা। সেতুটি বরগুনার পরীর খালের
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহ নেওয়াজ সেলিম ২০২২ সালের ১৫ মার্চ এ কাজটির
কার্যাদেশ পায়। ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময় সেতুটি নির্মান কাজ সস্পন্ন করেন। গত
দুই সপ্তাহ আগে সেতুর দুই পাশের সংযোগ সড়ক এবং গত একসপ্তাহ আগে রঙ তুলির কাজ
সম্পন্ন করেছে । এতে নতুন করে সেজেছে। ফলে সেতুটি এখানকার মানুষের চলাচলে দুর্ভোগ
কমেছে।
সেতু নির্মান হওয়ায় স্থানীয়রা গ্রাম থেকে কৃষিপন্য নিয়ে বেতাগী পৌর শহর, মোকামিয়া
মাদরাসা ও মোকামিয়া মাদরাসা বাজারসহ আশপাশের এলাকার মানুষ অতি সহজে চলাচল করতে
পারছেন। সেতু নির্মানের আগে জনদুর্ভোগের চরম পর্যায়ে থাকলেও বর্তমানে সেতুটি
নির্মান এবং সংযোগ সড়ক নির্মাণের করুণা গ্রামের মানুষের জনদুর্ভোগ কমেছে।
মোকামিয়া ইউনিয়নের করুনা গ্রাম ও পার্শ্ববতী হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের
দশ হাজারের বেশি মানুষ প্রতিদিন যাতায়াত করে এ সেতু দিয়ে।
করুণা গ্রামের বাসিন্দা সত্তোর্দ্ধ আলহাজ্ব রুস্তুম আলী সিকদার বলেন,্#৩৯; তালবাড়ি সেতুটির
দক্ষিণ পাশে একটি মসজিদ রয়েছে। সেতুটি নির্মান হওয়ায় এলাকার মানুষ এখন স্বস্তিতে
নামাজ পড়তে আসতে পারছে।্#৩৯;
বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম অলিউল ইসলাম বলেন, অগ্রাধিকারভিত্তিতে
মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হয়েছে। ’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘মানুষের দুর্ভোগের কথা
বিবেচনা করে যথাসময় সেতুটি নির্মান হওয়ায় এলাকার মানুষের জন্য মঙ্গলজনক কাজ
হয়েছে।’